Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা দিবসে গাড়ি জেতার সুযোগ দিচ্ছে বাংলালিংক

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। বাবার জন্য সম্পূর্ণ নতুন টয়োটা ভিটজ্ গাড়ি জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতা ৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে। গতকাল (রোববার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমএসভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের *৬৩৬৮*১# ডায়াল করতে হবে এবং হ্যাপি সেল ওয়্যাপ সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এসএমএস-এর মাধ্যমে গ্রাহকরা বাবা দিবস সম্পর্কিত প্রশ্ন পাবেন এবং উত্তর দেয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করবেন। গ্রাহকরা প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না। প্রতিটি এসএমএস-এর চার্জ ২ টাকা (ভ্যাট, সাপ্লিমেনটারি ডিউটি এবং সাপ্লিমেনটারি চার্জ প্রযোজ্য)। এই প্রতিযোগিতা শেষে যে গ্রাহক সবার আগে ৫০ হাজার পয়েন্ট অর্জন করবেন, তিনি তার বাবার জন্য একটি বিলাসবহুল টয়োটা ভিটজ্ গাড়ি জিতে নেয়ার সুযোগ পাবেন। ৫০ হাজার পয়েন্টে পৌঁছানো বাকি গ্রাহকরা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট পাবেন। ক্যাম্পেইনের শেষে সব বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ বিষয়ে বাংলালিংকের হেড অব কন্টেন্ট, মার্কেটিং জিয়াউল হক শিকদার বলেন, “একজন বাবা হলো সেই ব্যক্তি যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সন্তানের জন্য সবচেয়ে সেরা কাজটি করেন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেয়ার চেষ্টা করেন। এবার বাবা দিবসে বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রাহকরা তাদের বাবাকে একটি গাড়ি উপহার দিতে পারবেন।”

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা দিবসে গাড়ি জেতার সুযোগ দিচ্ছে বাংলালিংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ