পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাক-ভারত উত্তেজনার পারদ ছাড়িয়ে এবার ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের যোগ্য জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের নায়ক ধরা হয় এই পারভেজ মোশাররফকেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও মিলিটারি অপারেশন্স বিভাগের মহাপরিচালকসহ যারা পাকিস্তানের বিপক্ষে সামরিক অভিযানের কথা বলেন তাদের শেষ পরিণতির কথাও মাথায় রাখতে হবে। কারণ যুদ্ধ শুরু হলে এর শেষ দেখতে হবে। তিনি আরও বলেন, আপনারা যদি নিজেদের পছন্দমতো সময় ও জায়গা অনুযায়ী হামলা চালান, আমরাও নিজেদের পছন্দ ও সঠিক সময়ে এর জবাব দেবো। বিষয়টা কেবল আপনাদের কর্মেই শেষ হয়ে যাবে না, বরং আপনাদের অনুসরণ করে আরও কিছু হতে পারে; বিষয়টা মাথায় রাখতে হবে। লন্ডনের বাসভবন থেকে পাকিস্তানের সাবেক এ সেনাশাসক বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি উরি হামলার ঘটনায় পাক সেনাবাহিনীর সম্পৃক্ততাও অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি জানি না ভারতের মিলিটারি অপারেশন্স বিভাগের মহাপরিচালক কিভাবে হামলার এক ঘণ্টার মধ্যে পাকিস্তানকে দোষারোপ করেন। অদ্ভুত কারণে ভারতে হামলা হলেই এর দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। বিবিসি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।