পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে তিনটি বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকা চুরির ঘটনায় চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে চুরি করেই তারা কোটিপতি বনে গেছেন। সমাজে তারা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী হিসাবে পরিচিত। পরপর বেশ কয়েকটি চুরির পর তারা কিছুদিন আড়ালে থাকেন। ফের নামেন চুরিতে। গতকাল শনিবার পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৭৯ হাজার টাকাসহ বিপুল চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার রাজপাড়ার মো. খলিলুর রহমানের পুত্র মো. ইমন (৩২), একই এলাকার মৃত সুলতান খানের পুত্র মো. আশ্রাব খান (৩৫), ইমনের স্ত্রী শাজাদা আক্তার ওরফে সাদিয়া (২০) ও আনিকা সুলতানা সানি (১৯)। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ইমন পেশাদার চোর। তার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। তার প্রধান সহযোগী আশ্রাব খান। অপর দুই জন তাদের সহযোগী।
এই চক্রটি গত ৫ মার্চ নগরীর হেমসেন লেইন বড়ুয়া গলিস্থ বসুন্ধরা বিল্ডিংয়ের ২য় তলায় হানা দিয়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, একটি টাইটান হাতঘড়িসহ মোট ১১ লাখ ৬৫ হাজার টাকার মালামাল চুরি করে। গত ১৬ জুন নন্দনকানন ৩ নং গলি ১৫/এ হরিশদত্ত লেইনস্থ শামসুল আলমের বিল্ডিংয়ের ৫ম তলার বাসায় হানা দিয়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে। একই রাতে রাজাপুকুর লেইনস্থ সাধনা ভবনের ৪র্থ তলায় রামকৃষ্ণ পালের শয়ন কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এই তিনটি মামলায় পুলিশ তাদের ধরতে মাঠে নামে। তাদের কাছ থেকে ৩৯ রকমের চোরাই মালামাল উদ্ধার করা হয়। ওসি জানান মো. ইমন একজন পেশাদার চোর। দীর্ঘ ১২ বছর ধরে চুরি পেশায় জড়িত। চুরি করে কিছুদিনের জন্য চুরির কাজ বন্ধ করে রাখে। এলাকায় সে স্বর্ণ ব্যবসায়ী হিসাবে পরিচিত। আশ্রাব খান ইপিজেড এলাকায় একটি তোয়ালে ফ্যাক্টরীতে চাকরি করে। চাকরির পাশাপাশি সে ইমনের সাথে মিলে চুরি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।