Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৭:১১ পিএম

সিলেটের বিশ্বনাথে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় ফখরুল হোসেন নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রাট সুমন চন্দ্র দাস। শনিবার ১১টা দিকে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে। সে নওধার পূর্বপাড়া গ্রামের মখলিছ আলীর পুত্র।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস বৈরাগী রোড দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ দেখতে পান, এসাইনমেন্ট জমা দেয়ার জন্য একলিমিয়া হাইস্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে এক যুবক হাত ধরে টানাটানি করছিল। এসময় তিনি খোজ নিয়ে জানতে পারেন ওই যুবকের বাড়ি ফাঁকা ছিল। বিষয়টি জেনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ