Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সিনোফার্মের টিকাদান শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১২:৩২ পিএম

চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে

শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে এই কার্যক্রম শুরু হয়। এর আগে শুক্রবার চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, চমেকসহ চট্টগ্রামে অন্যান্য মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। সবমিলিয়ে চট্টগ্রামে প্রায় ৫ হাজারের মতো মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থী রয়েছে। তাদের সবাইকে এ টিকার আওতায় আনা হবে। টিকা প্রদানের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকাদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ