Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু আজ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলার জন্য করোনা ভ্যাকসিন দ্বিতীয় পর্যায়ে প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে। এ লক্ষ্যে ৭৬ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন দক্ষিণাঞ্চলের ৬ জেলায় পৌছে গেছে। তবে এবার জেলা সদরের বাইরে কোন কেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা থাকছে না। ইতোপূর্বে ২ লাখ ৫০ হাজার ৩০৩ জন প্রথম ডোজ গ্রহণ করলেও দ্বিতীয় ডোজ গ্রহণের সুযোগ পান ১ লাখ ৭৯ হাজার মানুষ। প্রথম ডোজ গ্রহণকারী অবশিষ্ট ৭১ হাজার মানুষ এখনো দ্বিতীয় ডোজ গ্রহণের সুযোগ পাননি। ভারত থেকে ভ্যাকসিন প্রাপ্তির পরে কবে দ্বিতীয় ডোজ পাওয়া যাবে তা বলতে পারছেন না বিভাগীয় স্বাস্থ্য প্রশাসনের কেউ।

তবে সামান্য কিছু চীনা সিনোফার্মের টিকা আসায় এবার দক্ষিণাঞ্চলের শুধু ৬টি জেলা সদরেই তা প্রদান করা হচ্ছে। কারা এ ভ্যাকসিন পাবেন স্বাস্থ্য অধিদফতর থেকে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ে চীনা ভ্যাকসিন প্রয়োগের ফলে দক্ষিণাঞ্চলের মাত্র ২.৫০ ভাগ মানুষ ভ্যাকসিন সুবিধার আওতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে যে প্রায় ৭১ হাজার অবশিষ্ট রয়েছে, তাদের দ্বিতীয় ডোজ প্রদান করলে ৩ ভাগ এ সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলে গতকাল পর্যন্ত ১৬ হাজার ১৫৫ জন করোনাভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯৩ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণাঞ্চল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ