Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নিখোঁজ ৩ মাদ্রাসা শিক্ষার্থী শিশু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৭:১৩ পিএম

সিলেটে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এই ঘটনায় এসএমপির দক্ষিণ সুরমা থানায় সাধারন ডায়েরী (নম্বর: ৮১১/১৭/০৬/২০২১ইং )করেছেন চাচাতো ভাই সালাহ উদ্দিন। নিখোঁজ ৩ জনই মাদ্রাসার শিশু শিক্ষার্থী। এরা হচ্ছে, হাসান (১৩) ও হোসেন (১৩)। দু’জনই জমজ ভাই। একই সাথে নিখোঁজ হয়েছে তাদের বাসার কাজের মহিলার ছেলে অপু (১০)। নিখোঁজ হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হাফিজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় হাফিজ বিভাগে অধ্যায়নরত। এতথ্য দিয়েছেন নিখোঁজ হাসান ও হোসেনর চাচাতো ভাই সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টায় বাসার কাউকে কোন কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় তারা। কিন্তু তারপর আর ফিরে আসেনি। করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় বাসায় পড়াশুনা করছিল তারা। নিখোঁজ হাসান ও হোসেন দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার মৃত সামছুল ইসলামের পূত্র এবং এসএমপির জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার পূত্র অপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ