বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের রামপাল উপজেলায় করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে হাসপাতালে হিন্দু করোনা রোগীর লাশ গ্রহণ করতে আসেনি মৃতের পরিবার, সৎকার করতে না পারায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পড়েছিল লাশটি পুরো ১২ ঘন্টা, পরবর্তীতে খবর পেয়ে রামপালের খেদমতে খালফ নামের মুসলিম স্বেচ্ছাসেবী টিমের চার সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জুলফিকার আলী, আব্দূর রহমান ও দেলোয়ার হোসাইন সৎকারের কাজটি সম্পন্ন করে। এ ঘটনা জানাজানি হতেই ওই চারজনকে এলাকাবাসী অসাম্প্রদায়িকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করায় অভিনন্দন জানায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বেতকাটা গ্রামের নিরোদ পাল (৬৫) এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন৷ তখন কোভিড টেস্ট করালে তার করোনা শনাক্ত হয়৷ মৃত্যুর আগে ১ সপ্তাহ ধরে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন৷ মঙ্গলবার (১৫ জুন) রাতে তার মারা যাওয়ার খবর পেয়েও তার পরিবারের কোন সদস্য তাকে সৎকার করতে আসেনি। পরে রামপাল স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ওই মুসলিম স্বেচ্ছাসেবী টিম কে খবর দিলে পরদিন সকালে (১২ ঘণ্টা পর) তারা লাশটি নিয়ে পুরো সৎকারের কাজটি সম্পন্ন করেন ।
খেদমতে খালফ নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার মাওলানা হোসাইন আহমদ জানান, হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই আমাদেরকে জানানো হলে আমরা পরদিন (বুধবার) সকালে লাশটি বের করে নিজেরাই ভ্যান ঠিক করে মিরাখালী শ্মশানে নিয়ে আসি, শুধুমাত্র মুখাগ্নি করার জন্য তার ছেলে উপস্থিত ছিল কিন্তু সে কখনোই তার বাবাকে ধরেনি, বা স্পর্শ করেনি, বেলা সাড়ে ১১টায় পুরো কাজটা আমরা চারজনই সমাপ্ত করি ।
রামপাল সদরের ইউপি সদস্য মিকাইল হোসেন বলেন, করোনা কালিন এ ধরনের উদার মানসিকতা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে, এর মাধ্যমে এলাকার যুবকরা অনুপ্রাণিত হবে ।
খেদমতে খালফ টিমের চার সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জুলফিকার আলী, আব্দূর রহমান ও দেলোয়ার হোসাইন মানবিকতা এবং অসাম্প্রদায়িকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করায় রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুকান্ত কুমার পাল তাদের ধন্যবাদ জানান ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।