Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সূবর্ণচরে বসত ঘরের সামনে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৬:৪৮ পিএম

সুবর্ণচরে বসত ঘরের সামনে গাঁজা চাষ করায় পুলিশ এক যুবকে আটক করেছে। আটককৃত, শেখ ফরিদ বিষু (৩৫) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের আবদুল মালেকের ছেলে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তাকে উপজেলার চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্র থেকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সে আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামনে গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানার পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ গাঁজাচাষী বিষুকে গ্রেফতার করে।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ