Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৩৩০ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১১:০৬ এএম

ভারতের বর্তমান মোদি সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে। প্রতিদিন গড়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কোনোভাবেই লুকাতে পারছে না। আজ যেখানে ৩ হাজার মৃত্যু সেখানে আবার কাল হয়ে যাচ্ছে ৬ হাজার। আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়াগুলো বার বার প্রচার করছে মৃত্যু ও আক্রান্তের আসল সংখ্যা লুকাতে চাচ্ছে মোদি সরকার।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। তবে সংক্রমণও নেমেছে লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৩৩০ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।

সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ