Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০২ এএম

তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। প্রচন্ড গরমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশটির ক্যালিফোর্নিয়া, নেভাডা, অ্যারিজোনা ও উটাহ অঙ্গরাজ্যে চলমান এ তাপদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীষ্মের শুরুতেই তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশকিছু অঙ্গরাজ্য। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছাচ্ছে ৯০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। প্রচন্ড উষ্ণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার প‚র্বাভাসে বলা হয়েছে। সামনের দিনগুলোয় তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানা যায় এ প‚র্বাভাস থেকে। ক্যালিফোর্নিয়ায় এখন বহু পর্যটক অবস্থান করছেন যারা ঘুরতে এসে অসহ্য গরমের কবলে পড়েছেন। পর্যটকদের যেহেতু হোটেলে বসে থাকার উপায় নেই তাই গরম উপেক্ষা করেই বের হতে হচ্ছে তাদের। একটু ঠান্ডা হতে অনেকেই সুইমিং পুলে সাঁতরে কাটছেন। শহর ঘুরে বেড়ানো অনেকেই ব্যবহার করছেন ছাতা, হাতে থাকছে পানির বোতলও। রয়টার্স জানায়, ২০২০ সালে তাপদাহের কারণে সৃষ্ট দাবানলে ১৭ হাজার বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে গিয়েছিল। এবারের চলমান তাপদাহের কারণেও দাবানলের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য আগে থেকেই সতর্ক অবস্থায় আছেন তারা। এদিকে জুন মাসের শুরু থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে তীব্র খরা। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপদাহ

১০ সেপ্টেম্বর, ২০২২
১৬ জুলাই, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২১
১১ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ