Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপদাহে যুক্তরাজ্যে প্রথমবার ‘রেড অ্যালার্ট’

প্রয়োজন ছাড়া গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১১:৫৯ পিএম

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাসিন্দাদের ‘জরুরি প্রয়োজন ছাড়া’ নগরীর গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস গতকাল থেকে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা চরমে পৌঁছানোর ‘হলুদ’ সতর্ক সঙ্কেত জারি করেছে। এ সময়ে তাপমাত্রা ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালে যুক্তরাজ্যে তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তীব্র তাপদাহের মধ্যে গণপরিবহনে যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে আশঙ্কায় আবহাওয়া অফিস থেকে লোকজনকে সতর্ক হয়ে চলাফেরা করার পরামর্শও দেয়া হয়েছে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর প্রধান পরিচালনা কর্মকর্তা অ্যান্ডি লর্ড বলেন, এমন তীব্র গরম আগামী সপ্তাহেও দেখা যেতে পারে। তাই গ্রাহকদের শুধুমাত্র অতি প্রয়োজনীয় ভ্রমণের জন্য লন্ডনের গণপরিবহন নেটওয়ার্ক ব্যবহার করা উচিত। সবাইকে নিরাপদ রাখতে লন্ডনের টিউব এবং রেল পরিষেবাগুলিতে অস্থায়ী গতি বিধিনিষেধ চালু করা হবে। আমি যাত্রীদের অনুরোধ করছি, সবসময় নিজের সঙ্গে পানি রাখুন।

তীব্র গরম এবং মারাত্মক তাপমাত্রায় বিদ্যুতের লাইন এবং ট্রাফিক সিগনালের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে। টিএফএল’র পক্ষ থেকে বলা হয়, তারা পরিবহন সেবা নির্বিঘ্ন রাখতে দিনরাত চেষ্টা করে যাচ্ছে। টিউব নেটওয়ার্ক এবং ডাবল-ডেকার বাসগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেগুলোও পরীক্ষা করে দেখা হবে। যারা ব্যক্তিমালিকানাধীন গাড়িতে চলাফেরা করেন তাদেরও দিনের যে সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে ওই সময়ে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জীবননাশের ঝুঁকি : য্ক্তুরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিকে লন্ডনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ওই অবস্থাকে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ বলে বর্ণনা করে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস প্রথমবারের মত লন্ডন এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের কোথাও কোথাও অতি চরম গরমের সতর্কতা ‘রেড ওয়ার্নিং’ জারি করেছে। আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাডজে বলেন, ‘যদি কারো অসুস্থ, দুর্বল বা বয়স্ক আত্মীয় বা প্রতিবেশী থাকে তবে তার জন্য তাপদাহ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার এখনই সময়। কারণ, আমরা যেসব এলাকায় লাল সতর্কবার্তা জারি করেছি সেসব এলাকায় সত্যিই যদি তাপমাত্র পূর্বাভাস অনুযায়ী তীব্র হয় তবে সেখানে জনগণের জীবন ঝুঁকিতে পড়বে’।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা থেকেও তীব্র গরমে হিটস্ট্রোকের মত গরমজনিত অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং সতর্কতা তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে উন্নিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ের স্বাস্থ্য সতর্কতাকে ‘জাতীয় জরুরি অবস্থার’ পর্যায় বলে ধরা হয়।

একদিকে ব্রিটেনে চলছে তাপদাহ, অন্যদিকে দক্ষিণ ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং উত্তর আফ্রিকার পাশাপাশি ক্রোয়েশিয়া, গ্রীস, ইতালি এবং তুরস্কের কিছু অংশ দাবানলে ধ্বংস হয় গেছে। ইউরোপের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা আবহাওয়া পরিবর্তনের আশঙ্কাকে তীব্র করে তুলেছে। স্পেনের মালাগাতে, মরক্কোর কিছু অংশে এবং ফ্রান্সের গিরোন্ডে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : ইকোনোমিস্ট, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ