Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব রেকর্ড ভেঙ্গে খুলনায় আজ ২০০ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৮:৩৪ পিএম

গত এক বছরের সকল রেকর্ড ভেঙ্গে খুলনায় আজ ২০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত কয়েকদিন ধরে এ সংখ্যা একশ’ থেকে দেড়শ’ এর মধ্যে উঠানামা করছিল। গতকাল সোমবার খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৪, এর আগের দিন রোববার আক্রান্ত ছিল ১৪৮ জন।

খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ডা মেহেদী নেওয়াজ জানিয়েছেন, খুমেক পিসিআর ল্যাবে আজ ৫৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৭৫ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯জন, বাগেরহাট ৩১জন, যশোরের ৫ জন, সাতক্ষীরার ৫, নড়াইলের ৪জন ও ঝিনাইদহের ৬জন রয়েছে।

এদিকে, খুলনায় লকডাউন, কঠোর বিধিনিষেধ আরোপ--কোনো কিছুই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না। জনসচেতনতার প্রচন্ড অভাবই মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ