বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে কাজের ছেলে জিহাদ (৩২) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মালু মিয়া (৮৪) এবং হানিফ মিয়া (৩০) নামে ২ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগরের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে হয় একই এলাকার মালু মিয়ার ছেলে সেলিম মিয়া। সাম্প্রতিককালে নিপার সঙ্গে তার স্বামীর মধ্যে অমিল চলছিল। গত সোমবার সেলিমের মা এর সঙ্গে সেলিমের স্ত্রী নিপার কথা কাটাকাটি হয়। এসব বিষয় নিপা তার বাবা ইব্রাহিমকে জানালে তার লোকজন সেলিমের বাড়িতে গিয়ে হামলা চালায়। মঙ্গলবার সকালে ইব্রাহিমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজন হামলা করেন। এনিয়ে গ্রামের সড়কে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ইব্রাহিম মিয়ার বাসার কাজের ছেলে জিহাদ মিয়া ছুরি আঘাতে মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইব্রাহিম মিয়ার বিয়াই মালু মিয়া(৪৮) এবং হানিফ মিয়া নামে ২ জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।