Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় মিষ্টিতে পোকা, মিনারেল পানিতে ভেজাল : ভোক্তা অধিকারের জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৬:৩৯ পিএম

খুলনা মহানগরীর ৫নং ঘাট এলাকায় অনুমোদনবিহীন আল জাবির ড্রিংকিং ওয়াটার ও নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানিয়েছেন, নগরীর ৫নং মাছ ঘাট এলাকার আল জাবির ড্রিংকিং ওয়াটার কোম্পানিটি অনুমোদনবিহীনভাবে ভেজাল পানি উৎপাদন করছে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের লেবেলও ব্যবহার করছে তাদের পানির জারে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীতে মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখেছি; তাছাড়া প্রতিষ্ঠানটির ঘি’র জারে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ