Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে করোনায় মারা গেছে ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১১:২১ এএম | আপডেট : ১১:২৭ এএম, ১৫ জুন, ২০২১

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা পৌনে চার লাখ ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় তিন কোটি।

এদিকে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারতে ৭৫ দিনের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ হয়েছে। মৃত্যুও নেমেছে তিন হাজারের নিচে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন, যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

তবে সংক্রমণ কমলেও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭২৬ জনের।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনার মোট সংক্রমণ ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কভিড থেকে সেরে উঠেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। সংক্রমণের হার নেমেছে ৩.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৯ লাখ ২৭ হাজার ১৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ ডোজ টিকা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ