বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার ১৪ জুন কক্সবাজার জেলায় করোনা শনাক্ত হয়েছে সর্ব মোট ৭৩ জনের। সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৪৯ জনের নমুনা টেস্ট করে ৬৭ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৮২ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ৩৬ জনের র্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) করে ৬ জনের টেস্ট রিপোর্ট পজেটিভ শনাক্ত করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৬৭ করোনা রোগীর মধ্যে ৩ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৬৪ জনের মধ্যে ২ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এবং ২ জন বান্দরবান জেলার রোগী। অন্য ৬০ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২২ জন রোহিঙ্গা শরণার্থী।
এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ১ জন রোগী রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।