Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ হাজার ডলার বৃত্তি পেয়েও ফিরিয়ে দিলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

বদান্যতার এক নজির গড়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ফিচবার্গের ১৭ বছরের কিশোরী ভার্দা তেতেহ; ৪০ হাজার ডলারের মেধাবৃত্তি অর্জনের পর সেটা সে ফিরিয়ে দিয়েছে, যাতে তার অন্য কোনো সহপাঠী সেটা পায়, বৃত্তি যার আরও বেশি দরকার। মাত্র হাই স্কুল শেষ করেছে ভার্দা তেতেহ। ৪ দশমিক ৯ জিপিএ স্কোর আরও অনেক বৃত্তির জন্যই তাকে যোগ্য করে তুলেছে। উচ্চ শিক্ষার জন্য সে সুযোগ পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে তার টিউশন ফি লাগবে না, থাকার ঘর ও হাতখরচও পাওয়া যাবে। ফলে ফিচবার্গ হাই স্কুলের ‘দ্য জেনারেল এক্সেলেন্স প্রাইজ’ নামে পরিচিত ওই মেধাবৃত্তির খুব দরকার তেতেহর ছিল না। তারপরও একজন পরামর্শদাতা শিক্ষক তাকে ওই বৃত্তির জন্য আবেদন করতে বলেন। তার যুক্তি ছিল, দিনে পর দিন পরিশ্রম করে ওই বৃত্তি টিথের ‘পাওনা’ হয়েছে। তার কথায় বৃত্তির আবেদন করে ওই কিশোরী। প্রতি বছর স্থানীয় শিক্ষক, প্রশাসক ও পরামর্শকদের একটি কমিটি একজন ছাত্র ও একজন ছাত্রীকে ওই বৃত্তির জন্য নির্বাচিত করে। ৪ জুন স্কুলের সমাবর্তনের দিন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ ঘোষণা করেন, এ বছরের ‘দ্য জেনারেল এক্সেলেন্স প্রাইজ’ অর্জন করেছে ভার্দা তেতেহ। বৃত্তি গ্রহণ করার ১০ মিনিট পর আবার মঞ্চে ফিরে আসে তেতেহ, অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর মঞ্চে দাঁড়িয়ে সে বলে, “এই বৃত্তির জন্য আমি দারুণ কৃতজ্ঞ, কিন্তু আমি জানি আরও অনেকে আছে, এই বৃত্তি যাদের আমার চেয়ে বেশি দরকার। হেনরি হেরাল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃত্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ