বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফকিরটিলা পূর্ব খুরশিয়া এলাকার মৃত শামসুল হকের ছেলে নুরুল আফছার (৪৮) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বাঁশবাড়িয়া বালিয়াকান্দি বাজার এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে মো. তারেকুল ইসলাম (২৮)।
সোমবার অনন্যা আবাসিক এলাকার লিংক রোড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনকারী অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-২৮৬৭) জব্দ করা হয়। র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।