বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুডহুদা উপজেলা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে। আজ সোমবার দুপুরে দামুডহুদা উপজেলা প্রশাসনের আয়োজনে সেখানকার সম্মেলন কক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২জুন দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রামে এবং ৬জুন কুডুলগাছী এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও ৯টি গ্রামসহ মোট ১৬টি গ্রামে লকডাউন ঘোষণা করেছিলো উপজেলা প্রশাসন।
করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ কারণে দামুড়হুদা উপজেলা লকডাউন দেয়া হয়েছে। আজকে সোমবার সন্ধ্যার আগে মাইকিং করে লকডাউনের বিধিনিষেধগুলো জানিয়ে দেয়া হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা এএসএম মারুফ হাসান জানান, রবিবার (১৩ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের নিকট ১৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৩৫ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। দামুডহুদা উপজেলায় আশংকাজনক হারে করোনা বৃদ্ধি পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।