Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রামগতির চররমিজ ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৫:৫৪ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হামলায় নৌকা মার্কার প্রার্থীর ১২ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে আওয়ামীলীগ সমর্থিত নৌকার চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম দিদারের ভাই আওয়ামীলীগ নেতা শাহাবউদ্দিন আলমগীর মামলাটি করেন।এদিকে মামলাটি দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে। আরিফ আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত আলী ভূঁইয়ার সমর্থক। চররমিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় গত কয়েকদিন ধরে দফায় দফায় সহিংসতায় নৌকার প্রার্থী দিদারের ভাইসহ ১২ জন আহত হন। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে শনিবার রাতে রামগতি থানায় মামলা দায়ের করা হয়।

রামগতির থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলায়মান ঘটনার শত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ