Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে বোমা হামলায় নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার এ হামলা হয়। খবর ডনের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুটি মিনিভ্যান লক্ষ্য করে রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলা হয়। এতে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আহমাদ জিয়া বলেন, একই সড়কের দুই কিলোমিটারের মধ্যে দুটি মিনিভ্যান লক্ষ্য করে হামলা হয়। শনিবার প্রথম বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরের বিস্ফোরণ হয় মুহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালের সামনে। এ হামলায় নিহত হন একজন এবং আহত হন আরও চারজন। এখনও নিশ্চিত হওয়া যায়নি হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। এ হামলার দায় কেউই স্বীকার করেনি। স¤প্রতি কাবুলে হাজারা স¤প্রদায়ের ওপর হামলা বেড়েছে। হাজারা স¤প্রদায়ের মানুষ শিয়া মতাবলম্বী। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। এ মাসের শুরুতেই চারটি পৃথক হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। ডন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবুল

১৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ