Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে চার আসনের হালকা বিমান বিধ্বস্ত, তিনজনই নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১১:২১ এএম

ফ্রান্সের উত্তরাঞ্চলে চার আসনবিশিষ্ট ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার ওই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।
প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই সেখানে বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা উপস্থিত হয়েছেন।
এতিয়েনে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনই প্রাণ হারিয়েছেন। তারা বেলজিয়াম যাচ্ছিল। নিহতদের বয়স যথাক্রমে ২৯, ৫৩ এবং ৬১ বছর। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ