পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতে গিয়ে পরিচয়। তারপর তরুণের প্রেমে পড়ে যান এক তরুণী। আর সেই তরুণের সাথে দেখা করতে উতলা হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার জাম্বির ওই কিশোরী। ওই তরুণের সাথে দেখা করতে এতটাই আকুল হয়ে উঠেছিল ওই কিশোরী, শেষ পর্যন্ত তার বাবার মোটরসাইকেল ২০ মিলিয়ন রুপিয়াহ বা প্রায় ১ লাখ ১৯ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি। আর সেই টাকা নিয়ে প্লেনের টিকিট কেনে সেই কিশোরী। বিমানে করে জাকার্তা যাওয়ার পরিকল্পনা ছিল তা। কিন্তু যখন ওই ছেলে তাকে জানায় যে, সে তার সাথে দেখা করতে চায় না, তখন ওই কিশোরীর সব স্বপ্ন ভেঙ্গে যায়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই মেয়ে অনেকটা দিগভ্রান্ত এবং কান্না করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে ওই মেয়েকে সান্ত¡না দিচ্ছেন সেখানকার একজন স্টাফ। ওই কর্মী তরুণীর কাছে জানতে চান কি হয়েছে? তখনই সব খুলে বলে সে। এসময় তার ‘ক্রাশের’ সাথে দেখা করতে না পারায় হতাশার কথাও জানান ওই কিশোরী। জানা গেছে, এতকিছুর পরও জাকার্তা যেতে জেদ ধরেছিল ওই কিশোরী। কিন্তু ইন্টারনেটে মেয়ের ভিডিও দেখে সময়মতো বিমানবন্দরে পৌঁছায় তার পরিবার। শেষ পর্যন্ত তারা তাকে থামাতে সমর্থ হয়েছে। মালয মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।