Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ১৪ হাজার লিটার চোরাই পামওয়েলসহ ৫ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ৫:০৯ পিএম

মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েলসহ চোরচক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সেখানে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ মিজানুর রহমান (৩০), মোঃ মাকসুদুর রহমান (২৬), মোঃ জানে আলম (৫২), মোঃ তাহের (৩০) ও মোঃ মঞ্জুর আলমকে (২৫) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে তাদের হেফাজতে থাকা দুইটি ট্রাকে ড্রাম ও কন্টেইনার ভর্তি ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েল উদ্ধার করা হয়।

উক্ত ট্রাক দুইটি (চট্ট মেট্রো ট-০৫-০৯৫৫ ও চট্ট মেট্রো ট-০৫-০৩২০) জব্দ করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পামওয়েল মজুদ করে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত চোরাই পামওয়েলের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ