Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিয়ান আরচ্যারকে হারালেন বিকেএসপির প্রদীপ্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৯:১১ পিএম

টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা মালয়েশিয়ান আরচ্যার মো. খায়রুল আনোয়ারকে হারিয়ে দিয়েছেন বিকেএসপির আরচ্যার প্রদীপ্ত চাকমা। কোরিয়ার গুয়াংজুতে এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশ আরচ্যারি দল (বিকেএসপি) অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রদীপ্ত চাকমা ৬-৪ সেট পয়েন্টে খায়রুল আনোয়ারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রদীপ্ত চাকমা ২-৬ সেট পয়েন্টে জাপানের ফুরুকাওয়া টাকাহারুর কাছে হেরে যান। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) ০-৬ সেট পয়েন্টে জাপানের কাছে হেরে যায়।

শুক্রবার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজিব ও পুস্পিতা জামান) এবং কোরিয়া ফাইনালে লড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরচ্যারি

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ