Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরচ্যারি সামগ্রী পেল বিকেএসপি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের ব্যাক্তিগত উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আরচ্যারি সামগ্রী পেল। এগুলো হলো- ২০টি বিগেনার রিকার্ভ বো ও ৫টি টার্গেট বোর্ড। গতকাল বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান আরচ্যারদের মাঝে এই সামগ্রি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপি’র উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, নির্বাহী প্রকৌশলী শাহ আশরাফ আলী ও উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) নুসরাৎ শারমীন ছাড়াও সকল বিভাগের প্রধানরা। বিকেএসপির মহাপরিচালক আরচ্যারি ফেডারেশনের সাধারন সম্পাদকের ব্যক্তিগত এই উপহার পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলেন,তার এই অবদান বিকেএসপি কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরচ্যারি

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ