Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচন স্থগিত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৬:৩৯ পিএম

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং কবিরহাট পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২১ জুন ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই নির্বাচনের ভোট গ্রহণ করার কথা ছিল। এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় ভোটের তারিখ পুর্নবিবেচনার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

হাতিয়া উপজেলায় স্থগিত হওয়া ইউনিয়ন গুলো হচ্ছে, ইউনিয়ন গুলো হলে, জাহাজমারা, নিঝুমদ্বীপ, চর ঈশ্বর, চরকিং, সোনাদিয়া, বুড়ির চর ও তমরদ্দি। সুবর্ণচর উপজেলার নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়ন গুলো হচ্ছে, চরবাটা ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, চর আমান উল্যাহ ইউনিয়ন, চরক্লার্ক ইউনিয়ন, পূর্ব চরবাটা ইউনিয়ন, মোহাম্মদপুর ইউনিয়ন।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, জাতীয় ভাবে গৃহীত সিদ্ধান্ত সকল প্রার্থীকে যথাযথ প্রক্রিয়ায় জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আগামী ২১ জুন এর ইউপি নির্বাচন পেছাতে ৬জন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন পত্র জমা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ