Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাট কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি চক্রের ৫ সদস্য আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ২:৪১ পিএম

জয়পুরহাট জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে রেলস্টেশনে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের হাতে হাতে আটক করে।

আটকরা হলো জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম(৪৫) আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন(৩২) তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪) সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রিত টিকিট দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে বিষয়টি পুলিশের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেল স্টেশন এলাকা, কেন্দ্রীয় মসজিদ মার্কেট,চিত্রা রোড এবং বিগ বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ