বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর ৪৩নং টুটপাড়া সেন্ট্রাল রোডের পাশের একটি দোতলা ভবন প্রায় ধ্বসে পড়েছে। আজ বুধবার (০৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ক্ষতিগ্রস্ত ভবন মালিক মোঃ শহীদ চৌধুরী জানিয়েছেন, আজ সকালে আমার ভবন ঘেঁষা ড্রেনের খনন করেছেন নির্মাণ শ্রমিকরা। এতে ভবনের নিচ থেকে মাটি সরে যায়। ফলে বিকেল সাড়ে ৪টার দিকে ভবনটি ধ্বসে পড়ে। ভবনের নিচতলায় তিনটি মুদি ও একটি এলপিজি (গ্যাসের) দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুইতলার উপরে লেয়ার মুরগীর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মুল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভবন মালিক শহীদ চৌধুরীর। তবে এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।