পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুই নারী নারিকেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন র্যাব-১০-এর সদস্যরা। এক পর্যায়ে জানা যায়, সঙ্গে থাকা নারিকেলের ভেতরে করে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে হেরোইনের চালান। পরে নারিকেল দুটি ভাঙতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার হেরোইন। এ সময় হেরোইন বহনকারী আসমা ও সাফিয়া খাতুনকে আটক করা হয়। গতকাল বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে নারিকেলের ভেতরে লুকানো অবস্থায় ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বিকেল সাড়ে চারটার দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সোয়েব।
এদিকে, গত মঙ্গলর রাতে কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- কক্সবাজারের মোহাম্মদ হোসেন এবং টাঙ্গাইলের আঁখি খানম।
র্যাব-৪-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং বলেন, গ্রেফতার মোহাম্মদ হোসেনের বাসা কক্সবাজারের রামুতে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রির জন্য আঁখি খানমের কাছে দিতেন। গ্রেফতার আঁখি খানম রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতেন। এমনকি আঁখি খানমের মাও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র এএসপি উনু মং। তিনি আরও বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।