Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ডায়রিয়ায় ১০ জনের মৃত্যু, সহস্রাধিক আক্রান্ত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৭:২৩ পিএম

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডায়ারিয়া দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১০জনের মৃত্যু হয়েছে। এছাড়া সহস্রাধিক আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম ৬জনের মৃত্যুর এবং ৬০৬জন আক্রান্তের খবর জানান। এরআগে এপ্রিল-মে মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪জনের মৃত্যু হয়েছে এবং একই সময় আক্রান্ত হয়েছে ৪হাজার ৭৭১জন।

সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শায়লা জানান, এ উপজেলায় ডায়রিয়ার এন্টিবায়োটিক ওষুধসহ স্যালাইনের সঙ্কট রয়েছে। এদিকে চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও হাতিয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে নোয়াখালীর সিভিল সার্জন জানান, স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ বিভিন্ন উপজেলায় প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ