Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অতিরিক্ত যাত্রী বহন : মাঝপথে বাস আটকে দিলেন ইউএনও

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৭:০৭ পিএম

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহন করায় মাঝ পথে যাত্রীবাহী বাস আটকে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

আজ বুধবার দুপুরে পাইকগাছা-খুলনা রুটের কপিলমুনি সংলগ্ন গোলাবাটি এলাকায় খুলনা-জ- ০৫-০০৩০ নং যাত্রীবাহী বাসটি আটকিয়ে দেন ইউএনও খালিদ হোসেন। বাসটি পৌর সদর থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। গোলাবাটি এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইউএনও খালিদ হোসেন বাসটিকে থামিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা বিষয়টি তদারকি করতে বাসের ভিতরে উঠে চেক করেন।

এ সময় প্রায় প্রতিটি সিটে ডাবল যাত্রী থাকায় বাসটি তিনি সেখানেই আটকে দেন। পরে বাসটি কপিলমুনি ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, সরকারি বিধিনিষেধ অনুযায়ী সকল গণ পরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা বলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ