Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে প্রতারক গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৫:০৪ পিএম

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ভিজিলেন্স টিম এক অভিযান চালিয়ে আদালত অঙ্গন থেকে সোহেল বড়ুয়া নামক একজন টাউটকে ধরে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করেছে।

বুধবার ৯ জুন সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জেনারেল রেজিস্ট্রার অফিসারের কার্যালয়ের সামনে প্রতারণা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ওই প্রতারক সোহেল বড়ুয়া নিজেকে কখনো আইনজীবী, কখনো আইনজীবী সহকারী, কখনো লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসাবে বিভিন্নভাবে পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের প্রতারিত করে আসছিল।
এডভোকেট নুরুর রশিদ আরো জানান, প্রতারক সোহেল নিজেকে কখনো বৌদ্ধ ধর্মালম্বী, কখনো মুসলিম ধর্মালম্বী হিসাবে যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে পরিচয় দিতো।

মূলত সে আইনঙ্গনের কিছুই নয়। তার কাছ থেকে একাধিক ভুঁয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া, স্টাম্প দিয়ে প্রতারণা করে বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কিছু স্টাম্পও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। টাউট সোহেল বড়ুয়ার কাছে প্রতারণার শিকার হওয়া অনেক বিচারপ্রার্থী আইনজীবী সমিতিতে বিচার চেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
প্রতারক সোহেল বড়ুয়া উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পালং গ্রামের আনন্দ বড়ুয়া ও মিনা বড়ুয়ার পুত্র।

সোহেল বড়ুয়ার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ এনে কক্সবাজার আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের এবং প্রতারক সোহেল বড়ুয়াকে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ