মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের মহাসড়কে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ দু’জন মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৭ ও অপর জনের ৫৩ বছর। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানটি যে জায়গায় বিধ্বস্ত হয়েছে, তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং মহাসড়ক। বিমানটি বিমানবন্দরেই যাচ্ছিল। বিমানে দুইজন ছিলেন। দুর্ঘটনায় দুইজনই মারা গেছেন। দুর্ঘটনার ফলে পাশে এ৬৬ মহাসড়ক বা রেললাইনের কোনো ক্ষতি হয়নি। ছোট বিমানটি মহাসড়কের পাশে রাস্তার ধারে গাছের উপর আছড়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা মনে করছেন, ইমার্জেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারী অফিসাররা এখন খতিয়ে দেখছেন দুর্ঘটনা কারণ। সূত্র: ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।