বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কারখানা থেকে রফতানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে লোপাটকালে বিপুল সংখ্যক পোশাকসহ চোর চক্রের চার সদস্যকে পাকড়াও করেছে র্যাব। মঙ্গলবার রাতে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গাজীপুরের লিবার্টি নিট ওয়ারের রপ্তানিযোগ্য তৈরিকৃত পোশাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। কিন্ত উক্ত কাভার্ডভ্যানটি চট্টগ্রামে না এসে পথিমধ্যে ফেনী সদর দেওয়ানগঞ্জ এলাকায় সংঘবদ্ধ চোরাকারবারীর চক্রের কাছে বিক্রির জন্য নেয়া হয়। সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।
তারা হলেন, চালক মোঃ হানিফ (২৮), চালকের সহকারি মোঃ মহসিন (১৮), মোঃ জাহাঙ্গীর আলম স্বপন (৪০) ও মোঃ আনোয়ার হোসেন আজাদ (৪২)। পরে তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ পিস চোরাইকৃত সোয়েটার উদ্ধার করা হয়। উক্ত কার্ভাডভ্যানটি (ঢাকা মেট্টো-ট- ২০-৬৭৮২) জব্দ করা হয়। র্যাব জানায় এ চক্রটি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টসের তৈরিকৃত পোশাক পরস্পর যোগসাজসে বিদেশে রপ্তানী করার পূর্বে প্রতি কার্টন থেকে উল্লেখযোগ্য সংখ্যক পিস রেখে দিয়ে আবার নতুনভাবে কার্টনজাত করে বিদেশে রপ্তানী করার মাধ্যমে প্রতারণা করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।