Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় মাদককারবারীদের সন্ত্রাসী হামলায় যুবক আহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০০ এএম

উখিয়ার থাইংখালী ষ্টেশনে প্রকাশ্যে চিহ্নিত মাদককারবারীদের সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকের নাম মিজানুর রহমান (২৫)। সে থাইংখালী তাজুনিমার খোলা গ্রামের মোহাম্মদ ইউছুপ এর পুত্র।

৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থাইংখালী ষ্টেশনের সাইফ হোটেল এর সামনে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী রহমতের বিল গৌজুরঘোনা গ্রামের একটি ইয়াবাকারবারী গ্রুপের সদস্য হানিফ সওদাগরের দুই ছেলে আলা উদ্দিন (২৪) ও সালাহ উদ্দিনের (২৭) নেতৃত্ব চিহ্নিত ইয়াবাকারবারী গ্রুপের সদস্য গোরা মিয়ার দুই পুত্র কাজল(২৩) ও নয়ন (২৬), জসীম উদ্দিনের পুত্র মুবিন (২৫), ও সিফাতসহ ২০/২৫ সশস্ত্র মাদককারবারী পরিকল্পিত ভাবে মিজানুর রহমান ও তাঁর আত্মীয় স্বজনের উপর হামলা চালায়।

রাতে আহত মিজানকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ