Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদর উত্তর শাখার প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

সভাপতি হেলালী, সম্পাদক মামুন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১১:৪২ পিএম

প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ কক্সবাজার সদর (উত্তর) শাখার নির্বাচন স্বাস্থ্য বিধি মেনে সম্পন্ন হয়েছে। ৮ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ৪ টি পদে চলে এই ভোট গ্রহণ। ঈদগাঁওস্থ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা হেলালি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন অর রশিদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাপিত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল করিম মাহবুব ও
অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ছলিম উল্লাহ।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য শিক্ষক বদিউর রহমান, আবুল মরগোব এমদাদ আহমদ, মোঃ আমান উল্লাহ, মোহাম্মদ আবু হান্নান, কমল কৃষ্ণ রুদ্র।

নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পর্যবেক্ষণে ছিলেন, অবসর প্রাপ্ত শিক্ষক সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, শিক্ষক নেতা জাফর আলম, প্রধান শিক্ষক যথাক্রমে রফিকুল ইসলাম, ফরিদুল আলম, আবু নাছের, আতাউল্লাহ বুখারী, রতন কান্তি দে, এহেসান, ছব্বির আহমদ প্রমুখ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ