Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ৮:২৫ পিএম

মাদারীপুরে শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় সোমবার রাত ১০টার দিকে যুবলীগ নেতা সজিব খানকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সজিব মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কুলপদ্বী বকুলতলা এলাকার মৃত জবান খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল সজিব। শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় এসে মোটরসাইকেল থামিয়ে একটি দোকান থেকে বাজার করছিল সজিব খান। এ সময় হঠাৎ ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। সজিবের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় সজিবকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর প্রেরণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার ভোরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। এদিকে ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ওহিদুল আলম নামে একজনকে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান বলেন, শুনেছি সজিব নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। কুলপদ্বী এলাকায় ভিলেজ পলিটিক্স এর কারণে এ ঘটনা ঘটতে পারে। এটা রাজনৈতিক কোন বিষয় না। আর সজিব যুবলীগের সাথে জড়িত কি না আমার জানা নেই।

মাদারীপুর সদর মডেল থানার ইন্সপেক্টর রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভির একটি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সন্দেহজনক হিসেবে ওহিদুল আলম নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ