প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সালমান খান অভিনীত ইনস্পেক্টর চুলবুল পান্ডেকে নিয়ে নির্মিত হচ্ছে ‘দাবাঙ : দি এনিমেটেড সিরিজ’, তবে সালমান এনিমেটেড সিরিজের জন্য ভয়েসওভার করবেন না। সালমানের ভাই এবং সিরিজের প্রযোজক আরবাজ খান বলেছেন, নতুন রূপে এটি একেবারে নতুন শো, তাই কিছু পরিবর্তন করতে হয়েছে আমাদের। ভয়েসওভার শিল্পীরা অসাধারণ কাজ করেছে. চরিত্রের সুবিচার করছে তারা। আমি নিশ্চিত দর্শকরা নিরাশ হবে না। চুলবুল পান্ডে চরিত্রটির জনপ্রিয়তা শিশুদের কাছেও পৌঁছেছে, তাই এই সিরিজ নির্মাণের প্রধান অনুপ্রেরণা। মারকুটে পুলিশ অফিসার চুলবুল পান্ডের দৈনন্দিন জীবন নিয়ে ‘দাবাঙ’ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত সিরিজের তিনটি ফিল্ম মুক্তি পেয়েছে। চুলবুলের ভাই মাক্ষির ভূমিকায় অভিনয় করেছেন আরবাজ। আরবাজ জানিয়েছেন এনিমেটেড সিরিজে মাক্ষিও পুলিশে যোগ দেবে, যে প্রতিটি ক্ষেত্রে তার ভাইকে অনুকরণ করবে। তিনি আরও জানান ডিজনি প্লাস এবং হটস্টার ভিআইপিতে সিরিজটি স্ট্রিমিং হবে। আরবাজ তার আসন্ন প্রজেক্ট সম্পর্কে বলেন, “আমার হাতে কিছু আকর্ষণীয় প্রজেক্ট আছে। অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের একটি অনির্ধারিত নামের ফিল্ম, দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- সুপারন্যাচারাল থ্রিলার ‘রোজি’ আর ড্রামা ‘চাকরি’।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।