Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার ঝুঁকিপুর্ণ ফতেহ আলী ব্রীজ ৩ বছর ধরে বন্ধ যানবাহন চলাচল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৫:১২ পিএম

অনেকদিন ধরেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে বগুড়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর উপরের ভগ্নপ্রায় ফতেহ আলী ব্রীজ।

অথচ এর উপর দিয়েই তিন উপজেলার মানুষ বগুড়া শহরে প্রবেশ করে।এত গুরুত্বপূর্ণ ব্রীজটি স্বাধীনতার পরপরই নির্মিত হওয়ায় তিন বছর আগে ব্রীজটি চলাচলের অযোগ্য ঘোষনা করে এলজিইডি।

বড় ধরনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এলজিইডি ব্রীজের উভয় পাড়ে তিনটি করে পিলার বসিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ।
তবে বড় যান চলাচল বন্ধ হলেও ছোট যানবসহন ও মানুষের চলাচল অব্যাহত আছে।

যার কারণে যে কোন সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা এমন আশংকা সচেতন মহলের।

আজও কেন এই জনগুরুত্বপূর্ণ ব্রীজটি কেন সরকারের নজরে আসছে না স্থানীয় জনপ্রতিনিধিরা কেন এই ব্রীজটি মেরামতের উদ্যোগ নিচ্ছেন না তা' জানতে চাইলে পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন,সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তারা যথাসময়ে উদ্যোগ নেবেন বলে কথা দিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র ০১ পরিমল চন্দ্র দাস বলেন, ব্রীজটির বিষয়ে মেয়রের সাথে কথা বলেছি তিনি জোর তৎপরতা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ