Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জ-ফেনী সড়কের পথে পথে ব্যারিকেড যানবাহন চলাচল বন্ধ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ২:০১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর উপলক্ষে তাকে ফেনীর মহিপালে স্বাগত জানাতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে আগত হাজার হাজার নেতাকর্মী নোয়াখালীর সেনবাগ সেবারহাট, ফেনীর দাগনভূঁইয়া ও ছিলোনিয়া সড়কে আটকা পড়ে আছে। আজ সকালে এসব সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড ও ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা । ফলে উল্লেখিত স্পটগুলোতে সাত আট হাজার হাজার বিএনপি কর্মী সমর্থক আটকা পড়েছে । পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন ফেনী জেলা সার্কিট হাউজে সাময়িক যাত্রা বিরতি করবেন। সে মোতাবেক নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে বিএনপির কয়েক হাজার কর্মী সমর্থক ফেনীর মহিপালে জমায়েতের উদ্দেশ্যে সড়ক পথে সেবারহাট ও ছিলোনিয়া অতিক্রমের পূর্বে সকালে এসব সড়কে ব্যারিকেড দেয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত বিএনপির কয়েক হাজার কর্মী সমর্থক সড়কে অবস্থান করছে। কিছুক্ষণ পূর্বে ফেনীর দাগনভূঁইয়া বাজারে ছাত্রলীগ খালেদা জিয়ার আগমনের প্রতিবাদে মিছিল করে দাগনভূঁইয়া বাজারে আটকে পড়া নোয়াখালী জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান ইনকিলাবকে জানান, চৌমুহনী - ফেনী সড়কের বিভিন্ন স্থানে সরকারী দলের লোকজন ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে। ফলে সেনবাগ, দাগনভূঁইয়া, ছিলোনিয়াসহ বিস্তীর্ণ সড়কে হাজার হাজার নেতাকর্মী আটকা পড়ে আছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ