Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় আরোও ৪ জনের মৃত্যু : আক্রান্ত ৫১

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৪:১৯ পিএম

সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪জনের। মারা যাওয়া ব্যক্তিরা সিলেটের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪২৪ জন সিলেট বিভাগে। এরমধ্যে সিলেট জেলার ৩৪৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন। একই সময়ে সিলেট বিভাগে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট ১৬ জন, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১, মৌলভীবাজারের ১৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৩ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জন বিভাগে। এরমধ্যে সিলেট ১৫ হাজার ২১০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ এবং ২ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারে। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছে ৭১ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট ৬৪ জন, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৪ এবং ২ জন মৌলভীবাজারের। সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭১৭ জন। এরমধ্যে সিলেট ১৪ হাজার ৫৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৮০ জন এবং ২ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারের। আজ সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে ২১৭ জন আছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেটে ১৮৪, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৬ এবং ২৫ জন মৌলভীবাজারে। অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (৭ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৩০ হাজার ২৫৬ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ২৯ হাজার ৮৩৬ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪২০ জন সিলেট বিভাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আক্রান্ত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ