Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি অধিকারকর্মী মুনাকে ছেড়ে দিয়েছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৩:৪৬ পিএম | আপডেট : ৩:৪৭ পিএম, ৭ জুন, ২০২১

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মুনা আল-কুর্দকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ। সম্প্রতি পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ করার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর বিবিসি।
গতকাল রোববার (৬ জুন) সকালেই গ্রেফতার করা হয়েছিল মুনা আল-কুর্দকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকায় নিজ বাড়ি থেকে মুনা আল-কুর্দুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ইসরাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে ইসরাইল পুলিশের এক মুখপাত্র মুনা আল-কুর্দের নাম উল্লেখ না করেই বলেছিলেন, আদালতের আদেশেই পুলিশের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছে।
তবে রোববার রাতে আল জাজিরার খবরে বলা হয়, কয়েক ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ছাড়া পেয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ভয় দেখাতে তারা (ইসরাইলি পুলিশ) যা কিছুই করুক, আমাদের যতজনকেই আটক করুক, আমরা ভয় পাব না।
প্রসঙ্গত, গত মাসে পূর্ব জেরুজালেমে থেকে জোরপূর্বক উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় ফিলিস্তিন ও ইসরাইল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১১ দিন ধরে চলা ইসরাইলের বোমা হামালায় গাজায় ৬০ জন শিশুসহ ২৫৩ জন নিহত হয়। অপর দিকে গাজা থেকে হামাসের ছোড়া রকেটে শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল

২৭ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ