Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার সম্পূর্ণ ব্যর্থ : অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৯:০৭ এএম | আপডেট : ১০:৩০ এএম, ৬ জুন, ২০২১

ভারতে চলমান করোনাভাইরাস মহামারির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি এক বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি।
৮৭ বছর বয়সী এ অর্থনীতিবিদ মনে করেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং এ কারণেই দেশের করোনা সংক্রমণ এত ভয়াবহ আকার নিয়েছে। সরকার সঠিক সময়ে করোনা মোকাবিলায় পদক্ষেপ না নিয়ে বরং বিভিন্ন সিদ্ধান্তে সংশয়ে ভুগছিল; কিন্তু পরে সামান্য সাফল্যে কৃতিত্ব দাবি করতে ব্যস্ত ছিল। আর তাই এ সমস্যা বেড়েছে। খবর আনন্দবাজারের
গত শুক্রবার রাষ্ট্রীয় সেবা দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমর্ত্য সেন বলেন, মহামারি রোধ করার দিকে কেন্দ্রীয় সরকারের কোনো নজর ছিল না। উল্টা তারা কৃতিত্ব নেওয়ার জন্যই বেশি ব্যস্ত ছিল। এটা পুরোপুরি সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ।
সরকার যে শুধু নিজেদের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তা নয়; বরং তারা গোটা দুনিয়াকে রক্ষা করার কৃতিত্ব নেওয়া শুরু করেছিল বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।
তিনি বলেন, কেন্দ্রের অমনোযোগিতার কারণেই করোনা সমস্যা আরও বেড়েছে এবং গোটা দেশে রোগ ছড়িয়ে পড়েছে। ফলে শুধু দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যর্থ হয়েছে, তা নয়; বরং এই সময়ের মধ্যে দেশের অর্থনীতিও দুর্বল হয়েছে। এ সবকিছুর দায় সরকারকেই নিতে হবে। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ