Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে নিহত ৯

সাত জেলায় বজ্রপাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

সাত জেলায় বজ্রপাতে ৯ জন নিহত হয়েছেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নরসিংদী ও শরীয়তপুরে ২ জন করে, হবিগঞ্জ, পাবনা, ভোলা, মাদারীপুর ও ধামরাইয়ে একজন করে।
নরসিংদী : নরসিংদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলার বেলাবতে চরউজিলাব এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে বজ্রপাতের সময় আফিয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়। একইসময় মনোহরদী উপজেলায় চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের সাহাপাড়া এলাকায় বজ্রপাতে গুরুদেব সাহা (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আজিজুল্লাহর পুত্র। পাবনা : পাবনার বেড়ায় বজ্রপাতে গতকাল দুলাল মোল্লা নামে এক গ্রামবাসী মারা গেছেন। দুলাল মোল্লার বয়স ছিল ৪০ বছর। তিনি চাকলা ইউনিয়নের ১নং ওর্য়াডের মোল্লাপাড়া গ্রামের মৃত আবুসামা মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি জমিতে শসা তুলতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষন পরে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে দুলালের ছোট ভাই মিলন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল মোল্লা চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের সোহান ডেকোরেটরের মালিক ছিল।
ভোলা : ভোলায় বাড়ির উঠান থেকে ঘরে ঢোকার সময় বজ্রপাতে মাসুমা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরে আলম (২২) নামে অপর একজন আহত হন। নিহত মাসুমা বেগম ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেহারি গ্রামের মো. সাহাবুদ্দিনের স্ত্রী। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় গৃহবধূ মাসুমা বাড়ির উঠান থেকে ঘরে ঢোকার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও ওই সময় একই বাড়ির কৃষক নুরে আলম গরু নিয়ে বাড়িতে প্রবেসের সময় আহত হন। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বজ্রপাতে ইব্রাহিম বেপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হুমায়ুন বেপারী (৬০) নামের তার ভাই আহত হন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, নিজেদের জমিতে চাষ করা বাদাম বাড়ির সামনের একটি ক্ষেতে শুকাতে দেন ইব্রাহিম বেপারী ও হুমায়ুন বেপারী। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে দুই ভাই শুকাতে দেয়া বাদাম তুলে নেয়ার চেষ্টা করেন। এসময় বজ্রপাতে দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে ইব্রাহিম বেপারী মারা যান।
শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার জয়সাগর ও ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম খলিফা (৬২)। পালেরচর ইউনিয়নে ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের বাসিন্দা মালেক পেদা (৪২)। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত দুজন কৃষক। দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন জমিতে কাজ ফেলে বাড়ির দিকে যাওয়ার সময় বজ্রপাতে তাজুল ও মালেক মারা যায়।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কুল্লা ইউনিয়নের কুশুরিয়ায় এলাকায় তার মৃত্যু হয়। আব্দুল খালেক ওই এলাকার বাবু ব্যাপারীর ছেলে। তিনি এক সন্তানের জনক। কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবু কালীপদ সরকার বলেন, সকালে বৃষ্টি দেখে জমি থেকে ধানের খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তিনি হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে মারা যান। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ