Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা উত্তরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৭:৩৯ পিএম

ভিটামিন এ ক্যাপসুলের অভাবে আমাদের শিশুদের অনেকে অপুষ্টিতে ভোগে, অন্ধ হয়ে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধি ঘটে না। তাই সারাদেশে শিশুদের একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এর মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ (শনিবার) সকালে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উত্তরের মেয়র বলেন, ‘সারাদেশে আজ শুরু হয়েছে এই ক্যাম্পেইন। ডিএনসিসির ৫৪টা ওয়ার্ডের ১৯০৫টি কেন্দ্রে ২ সপ্তাহ ১ থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের রাতকানা, অন্ধত্ব রোধে কাজ করবে এই ক্যাপসুল। আগে এই ক্যাপসুল খাওয়ানো হতো ১ দিন, বর্তমানে সেটা চলবে দুই সপ্তাহ। তাই সব বাবা-মাদের অনুরোধ করছি, এই সময়ের মধ্যে তাদের শিশুদের এই ক্যাপসুল যেনো তারা খাওয়ান।’

টিকা ক্যাম্পেইন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘পানিবদ্ধতার ব্যাপারে আমরা নিয়মিত কাজ করে চলছি। আগে রাজধানীর যেসব এলাকায় পানি জমতো, এখন তার বেশিরভাগ এলাকায় পানি জমে না। দীর্ঘদিনের সমস্যা একদিনে যাবে না, সময় লাগবে। কারওয়ান বাজার, মগবাজার, মধুবাগ, শান্তিনগর এসব এলাকায় আমরা নতুন পাইপ লাইন করেছি। ফলে অবস্থার উন্নতি হয়েছে।’

আতিক বলেন, ‘আগামীকাল বেলা ৩টায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদের নিয়ে সমন্বয় সভা করবো। রাজধানীতে ১০৩ টি এলাকা চিহ্নিত করা হয়েছে। পানিবদ্ধতার কারণও খুঁজে পেয়েছি। আমরা সমন্বিতভাবে কাজ করবো। তাতে আগামী বছর এই এলাকাগুলোতেও পানিবদ্ধতা হবে না আশা করছি।’

দোকান বা বাড়ি-ঘরের ময়লা রাস্তায় বা ড্রেনে না ফেলার জন্য মেয়র রাজধানীবাসীর প্রতি অনুরোধ করেন। রাজধানীর কোথাও পানিবদ্ধতা দেখলে নগরবাসী যেনো হটলাইন নম্বরে কল করে সেটা জানাতে বলেন। হটলাইনগুলি হচ্ছে- ০৯৬০২২২২৩৩৩, ০৯৬০২২২২৩৩৪ এবং ৩৩৩।

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধনকালে মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল যোবায়ের রহমান ও উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল মো. গোলাম মোস্তফা সারওয়ার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ