Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম থেকে টাকা নিয়ে পালানো অটোচালক কুমিল্লায় গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৭:৩৩ পিএম

বাড়ির মালিকের তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া অটোরিকশার চালককে কুমিল্লা থেকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করেছে পুলিশ। চালক মো. ফারুককে (৪২) শনিবার সকালে কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, ফারুক চট্টগ্রাম নগরীতে অটোরিকশা চালাতেন। চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থাকতেন। তবে গত ১ জুন ফারুক সেখান থেকে বাসা বদলে অন্যত্র চলে যান। ভাড়াটিয়া হিসেবে পরিচিত হওয়ায় ওই প্রবাসীর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে ফারুককে নিয়ে বিভিন্ন স্থানে যেতেন। সম্প্রতি ওই প্রবাসী শ্যালকের কাছে তিন লাখ টাকা পাঠান। গত বৃহস্পতিবার প্রবাসীর ছেলে ইমরান হোসেন সে টাকা আনতে ফারুকে নিয়ে আমিন নগর যান। ইমরান টাকা নিয়ে বাসায় ফেরার সময় নিরাপত্তার কথা ভেবে টাকা অটোরিকশার টুলবক্সে রাখেন। চান্দগাঁও শমসের পাড়া ডেন্টাল কলেজ এলাকায় আসার পর ফারুক অটোরিকশা বন্ধ করে ফেলে। গাড়ি ঠিক করার কথা বলে ফারুক দোকান থেকে ইমরানকে ব্লেড ও ম্যাচ কিনতে বলে। ইমরান দোকানে গেলে ফারুক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পেয়েই চান্দগাঁও থানা পুলিশ ফারুককে ধরতে অভিযান শুরু করে। পুলিশ জানায় ফারুকের কাছে নগদ দুই লাখ টাকা পাওয়া যায় আর বাকি টাকায় সে স্বর্ণালঙ্কার, মোবাইল কিনেছে বলে জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ