Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতেঙ্গায় র‌্যাবের অভিযানে মাদক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৭:০৯ পিএম

পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫নং ঘাটে নোঙ্গর করা ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ১৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতার দুই জন হলেন, মোঃ শফিউল আলম (৩৭) ও শফিউল আলম (২০)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘ দিন তারা সাগরপথে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ সংগ্রহ করে মওজুদ করে আসছে এবং তা পরবর্তীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং জব্দকৃত ইঞ্জিন চালিত নৌকার মূল্য ১৫ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ