Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ১০ বছরই পৃথিবীর মানুষের বাঁচার শেষ সুযোগ : জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৫:১৬ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিজ্ঞানের মতে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য আগামী ১০ বছরই পৃথিবীর মানুষের জন্য শেষ সুযোগ। পরিবেশ দূষণ ও বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি বলেন, 'চলুন, আজ থেকে আমরা একটি নতুন দশক শুরু করি। আর এই সময়ে আমরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবো এবং সকলের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চেষ্টা করবো।'
জাতিসংঘ মহাসচিব জানান, বর্তমান বিশ্ব তিনটি বড় ধরনের পরিবেশগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো হলো- জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পরিবশে দূষণ। বর্তমান বিশ্ব দিন-দিন এই মহাবিপদ থেকে না ফেরার দিকেই এগিয়ে চলেছে।
গুতেরেস বলেন, আমরা বহু বছর ধরেই পৃথিবীর বন উজাড়, নদী ও সাগর দূষণ এবং ফসলী জমি নষ্ট করে চলেছি। আমরা প্রতিদিন ই পৃথিবীর ইকোসিস্টেম নষ্ট করে যাচ্ছি। আর এর ফলে, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি এবং অন্যান্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব আরো বলেন, চলমান পরিবেশ বিপর্যয়ের ফলে পৃথিবীর ৪০ শতাংশ মানুষ ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে।
বিশ্ববাসীকে সতর্ক করে তিনি বলেন, 'সৌভাগ্যক্রমে পৃথিবী এখনও শান্ত আছে। কিন্তু পৃথিবীর আমাদের সাহায্য প্রয়োজন। বিশ্ব পরিবেশ ও প্রতিবেশের যে ক্ষতি আমরা করেছি, তা শুধরে নেবার সুযোগ এখনও আমাদের হাতে আছে।'



 

Show all comments
  • Ranju Ahmed ৫ জুন, ২০২১, ৮:০০ পিএম says : 0
    এ তথ্য দেয়ার জন্য জাতিসংঘকে শান্তিতে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • মোঃ নাইম উদ্দিন ৫ জুন, ২০২১, ৮:০০ পিএম says : 0
    আপনি ঠিকই বলেছেন।
    Total Reply(0) Reply
  • Raju Raju Ahmed ৫ জুন, ২০২১, ১০:৩০ পিএম says : 0
    আমাদের এখন মঙল গ্রহে নিয়ে যান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ